প্রকাশিত: Fri, Jun 16, 2023 8:54 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

কানাডায় একদিনে ১৩০০ সংবাদকর্মী ছাঁটাই

শওগাত আলী সাগর, ফেসবুক থেকে: কানাডীয়ান সাংবাদিকতা জগতে এ যেনো ঝড়ো হাওয়া। দেশের অন্যতম শীর্ষ মিডিয়া গ্রুপ ‘বেল মিডিয়া’ একদিনে ১৩০০ সংবাদকর্মী ছাঁটাই করেছে। ছাঁটাইয়ের তালিকায় সিটিভির বেশ কয়েকজন তারকা সাংবাদিকও রয়েছেন। ৬টি রেডিও স্টেশন বন্ধ, তিনটি বিক্রি এবং লন্ডন, লস এঞ্জেলস, ওয়াশিংটনের ব্যুরো অফিস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘সিঙ্গেল নিউজরুম অ্যাপ্রোচে’ তারা এখন প্রতিষ্ঠান পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি তাদের এই সিদ্ধান্তের কারণ হিসেবে ’আনফেভারেবল পাবলিক পলিসি এবং রেগুলেটরি কন্ডিশন’ এর কথা উল্লেখ করেছে। প্রতিকূল সরকারি নীতিমালার কারন দেখিয়ে এক সাথে এতোজন সাংবাদিক ছাঁটাই এবং প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা বিরল। ঈষৎ সম্পাদিত